জানা গেছে, কোম্পানিটির আইপিওতে ৭ ডিসেম্বর আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হবে ১৩ ডিসেম্বর।
প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এনার্জিপ্যাক পুঁজিবাজারে আসার লক্ষ্যে ইতোমধ্যেই বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে ৫০ শতাংশ অর্থ সংগ্রহ করেছে। এখন ৫০ শতাংশ শেয়ারের জন্য সাধারণ বিনিয়োগকারীরা আবেদন করবেন। আর সাধারণ বিনিয়োগকারীর কাছ থেকে শেয়ারের সে অর্থ সংগ্রহের লক্ষ্যে এনার্জিপ্যাকের আইপিও আবেদন গ্রহণের দিন নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
গত ২১ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৭৪৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।
অর্থসংবাদ/ এমএস/ ১৪: ৩৫/ ২৬: ১১: ২০২০