আলোচিত সিদ্ধান্তের ফলে সাধারণ বিনিয়োগকারীরা আইপিওতে কাট-অফ প্রাইস থেকে ২০ শতাংশ কমে কোম্পানিটির শেয়ার কেনার জন্য আবেদন করতে পারবেন।
উল্লেখ, ইন্ডেক্স এগ্রো পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করার কথা। যা ভবন নির্মাণ, মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয় এবং আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।
কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ টাকা ৭ পয়সা। আর বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ টাকা ৬০ পয়সা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ৩ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্টস।