সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে বর্তমানে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে বড় আকারের পর্দাযুক্ত স্মার্টফোনগুলো। তারা ন্যূনতম ৬ ইঞ্চি থেকে ৬ দশমিক ৯৯ ইঞ্চির পর্দাযুক্ত স্মার্টফোন সবচেয়ে বেশি পছন্দ করছেন। টেক বাজারে বড় আকারের পর্দাযুক্ত এসব স্মার্টফোনকে সুপারফ্যাবলেট নামে ডাকা হয়। এক বিবৃতিতে স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের সহযোগী পরিচালক ভিলে-পেত্তরি উকোনাহো জানান, চলতি বছর বিশ্বজুড়ে ৬ ইঞ্চি থেকে ৬ দশমিক ৯৯ ইঞ্চির পর্দাযুক্ত স্মার্টফোন বিক্রির সম্মিলিত পরিমাণ ৯০ কোটি ইউনিট ছাড়াতে পারে।
প্রতিষ্ঠানটির পরিচালক কেন হায়ারস বলেন, সময়টা এখন সুপারফ্যাবলেটের। ৫ ইঞ্চির চেয়ে ছোট আকারের পর্দাযুক্ত স্মার্টফোনের বাজার ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এর বিপরীতে ক্রেতাদের আকর্ষণ করছে ৬ ইঞ্চির বড় পর্দাযুক্ত সুপারফ্যাবলেট।
এরই মধ্যে পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার স্মার্টফোন বাজারের ৭৫ শতাংশের বেশি দখলে নিয়েছে ৬ ইঞ্চি থেকে ৬ দশমিক ৯৯ ইঞ্চির পর্দাযুক্ত সুপারফ্যাবলেট। স্বাভাবিকভাবে আগামী বছর নাগাদ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বাজারেও এসব স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়তে শুরু করবে। এ কারণে বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক স্মার্টফোন বাজারে বড় পরিবর্তন নিয়ে আসছে সুপারফ্যাবলেট। আগামীতে স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিগুলোতে ডিভাইসের পর্দার আকার নিয়ে নতুন করে ভাবতে হবে।সুপারফ্যাবলেট ২০২৫ সালের মধ্যে ৫ ইঞ্চির কম পর্দাযুক্ত স্মার্টফোনের বাজার পুরোপুরি দখলে নিতে পারে।
অর্থসংবাদ/এসএ/২৪:৪০/১২:০২:২০২০