জানা গেছে, ডিএসইতে অক্টোবর মাসের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯১ হাজার ২৫১ কোটি ৫০ লাখ ১২ হাজার টাকায়। আর নভেম্বর মাসের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৯৭৯ কোটি ২১ লাখ ৩৭ হাজার টাকায়। অর্থাৎ এ সময়ে ডিএসইতে বাজার মূলধন ১ হাজার ২৭২ কোটি ২৮ লাখ ৭৫ হাজার টাকা বা ০.৩২ শতাংশ কমেছে।
নভেম্বর মাসে ডিএসইতে সব সূচক বেড়েছে। অক্টোবর মাসের শেষ কার্যদিবস ডিএসইএক্স ছিল ৪ হাজার ৮৪৬.১০ পয়েন্টে। নভেম্বর মাসের শেষ কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচকটি দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৬.৮৪ পয়েন্ট। অর্থাৎ শেষ মাসে ডিএসইএক্স ২০.৭৪ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়েছে।
ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৫.১৭ পয়েন্ট বা ১.৩৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭.২৭ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়েছে নভেম্বরের শেষ কার্যদিবস দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১১৩.৯৭ পয়েন্টে এবং ১ হাজার ৬৮৭.৪০ পয়েন্টে। অক্টোবর মাসের শেষ কার্যদিবস শরিয়াহ সূচক এবং ডিএসই-৩০ সূচক যথাক্রমে ১ হাজার ৯৮.৮০ পয়েন্টে এবং ১ হাজার ৬৮০.১৩ পয়েন্টে অবস্থান করছিল।
অর্থসংবাদ/ এমএস