বৃহস্পতিবার মাইক্রোসফট জানিয়েছে, এ পরিসেবাটি মুষ্টিমেয় গ্রাহক ব্যবহার করছেন এবং খুব শিগগির এটি সবার জন্য উন্মুক্ত হবে।
একসময় উইন্ডোজ অপারেটিং সিস্টেম ও অফিসের জন্য পরিচিত মাইক্রোসফট এখন ক্লাউড কম্পিউটিংয়ের বৃহৎ ব্যবসা তৈরি করেছে। গত বছর সংস্থাটি অ্যাজুর সিন্যাপস নামে একটি টুল নিয়ে এসেছিল। এটি ফিডএক্সের মতো সংস্থাগুলো দৈনিক ১ কোটি ৬০ লাখ ডাটা বিশ্লেষণে ব্যবহার করছে।
আর অ্যাজুর প্যুরভিউ নামে মাইক্রোসফটের নতুন টুলটি বড় সংস্থাগুলোর বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিপুল পরিমাণ ডাটার মধ্যে সংস্থাকে বুঝতে সহায়তা করে যে তাদের কাছে কী তথ্য রয়েছে এবং সেটি কোথায় রয়েছে। নতুন টুলটি সংবেদনশীল বা নিয়ন্ত্রিত ডাটা শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার এবং স্বয়ংক্রিয়ভাবে সেগুলোকে সুরক্ষিত করে।
অর্থসংবাদ/এসএ