সম্প্রতি অধ্যাপক ড. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, প্রস্তাবিত ফান্ডটির বিভিন্ন আকার ও বৈশিষ্ট্য বিশিষ্ট একাধিক বেমেয়াদি ও মেয়াদি স্কিম থাকবে (তালিকাভুক্ত ও ওভার দ্য কাউন্টার)। যেগুলো ২০২১ সালের প্রথম প্রান্তিক থেকে নিয়মিত বিরতিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে ছাড়া হবে।
ফান্ডটির একক উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে থাকবে এইমস অব বাংলাদেশ লিমিটেড। আর সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ট্রাস্টি এবং ব্র্যাক ব্যাংক হেফাজতকারীর ভূমিকা পালন করবে।
এ ফান্ড হবে গত এক দশকে এইমস্ প্রবর্তিত প্রথম, যা একই সঙ্গে দুই দশক পর নিজ নামে প্রবর্তিত ফান্ড। উল্লেখ্য, এইমস্ তালিকাভুক্ত গ্রামীণ ও রিলায়েন্স মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে।