বীমার তালিকাভুক্তির জন্য ২০ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগ বাধ্যতামূলক

শেয়ারবাজারে ২০ শতাংশ অর্থ বিনিয়োগের শর্ত সাপেক্ষে বিমা কোম্পানিগুলোকে তালিকাভুক্তি করা হবে।

সম্প্রতি শেয়ারবাজরে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ নির্দেশনা জারি করেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়নি এমন ২৬টি বিমা কোম্পানিকে এ আইন পরিপালন করে করতে হবে। এছাড়া, যে কোনো বিমা কোম্পানিকে শেয়ারবাজার থেকে কমপক্ষে ১৫ কোটি টাকা সংগ্রহ করতে হবে। আর ত্রিশ কোটি টাকারও বেশি পরিশোধিত মূলধনের বিমা কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে ইক্যুইটির কমপক্ষে ২০ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগ থাকতে হবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, সমস্ত বিমা কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে এ নির্দেশনা পরিপালন বাধ্যতামূলক।

এর আগে বিমা কোম্পানিগুলোকে সিকিউরিটিজ বিধি থেকে ছাড় দেওয়া হয়, যাতে তারা নির্ধারিত মূল্য পদ্ধতির আওতায় শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে সক্ষম হয়। নতুন সুবিধার আওতায় বিমা কোম্পানিগুলো আইপিওতে ৩০ কোটি টাকারও কম অর্থ সংগ্রহের লক্ষ্যে কমিশনে আবেদন করতে পারবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন