জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা
আজ বিজয় দিবস। যাদের হাত ধরে এসেছে বিজয় সেই শহিদদের স্মরণে সাভারের স্মৃতিসৌধে ছুটে গেছেন সর্বস্তরের সাধারণ মানুষ। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন জাতির সূর্য সন্তানদের।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষ্যে ভোর থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসতে শুরু করেন বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। করোনার প্রকোপ উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিও ছিলো লক্ষ্য করার মতো।

সকালে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে ফুল শ্রদ্ধা জানানো হয়। করোনা পরিস্থিতির কারণে এবার তারা স্বশরীরে উপস্থিত হতে পারেননি। সকাল ছয়টা ৩৬ মিনিটে প্রথমে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান এবং প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

এরপর স্মৃতিসৌধের ফটক সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ঢল নামে সর্বস্তরের মানুষের। বিভিন্ন সংগঠনের মধ্য কৃষক লীগ, যুবলীগ, এফবিসিসিআই, দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাসদ, বাসদ ও ডক্টর এসোসিয়েশন অব ড্যাব ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।

তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধ এলাকায়। স্মৃতিসৌধ প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা