খেলার শুরু থেকেই বল নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য ছিল জুভেন্টাস। ১৩ মিনিটের মাথায়ই গোল পেয়ে যেতে পারতো, মেকেনির লম্বা পাসে ছয় গজের মধ্যে বল পেয়েও ঠিকভাবে শট নিতে পারেননি অ্যারন র্যামজি। এর তিন মিনিট সুযোগ পেয়েছিল পার্মাও। তবে জিয়ানলুইজি বুফনের বুদ্ধিমত্তায় বেঁচে জুভেন্টাস। ডান দিক দিয়ে খুব কাছাকাছি গিয়ে ইউরাই কুচকার নেওয়া শট পা দিয়ে কোনোমতে ঠেকান জুভ গোলরক্ষক।
ইউভেন্তুস ২৩তম মিনিটে এগিয়ে যায়। বাঁ দিক থেকে মোরাতার আড়াআড়ি ক্রস থেকে বাঁ পায়ের শটে জাল কাঁপান কুলুসেভস্কি। এর তিন মিনিট পর আরও এক গোল। এবার মোরাতার উঁচু ক্রসে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন রোনালদো।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান ৩-০ করে ফেলে জুভেন্টাস। ৪৮ মিনিটে র্যামজির পাস ধরে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। রোনালদোকে তুলে ৮২তম মিনিটে ফেদেরিকো চিয়েসাকে নামান জুভেন্টাস কোচ। এর তিন মিনিট পর বের্নারদেস্কির ক্রসে থেকে দারুণ হেডে ৪-০ গোলের জয় নিশ্চিত করেন মোরাতা।
১৩ ম্যাচে ৭ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে আছে জুভেন্টাস। সমান ম্যাচে পঞ্চম হার দেখা পার্মা ১২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চদশ স্থানে। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।