গুগলের মুখপাত্র বিবৃতিতে জানান, গুগলের ৯০ হাজার কর্মী রয়েছে যুক্তরাষ্ট্রে। এ বিপুলসংখ্যক কর্মীবাহিনীর প্রত্যেকে প্রতি সপ্তাহে বিনা মূল্যে করোনাভাইরাস পরীক্ষার সুযোগ পাবেন। কর্মীরা বাসায় বসেই নাক থেকে নমুনা সংগ্রহ এবং গবেষণাগার বিশ্লেষণের সুবিধা পাবেন। শুধু তা-ই নয়; সব কর্মীকে প্রতি সপ্তাহে পরীক্ষায় অংশ নেয়ার পরামর্শও দিচ্ছে প্রতিষ্ঠানটি। কিন্তু এটি সব কর্মীর জন্য বাধ্যতামূলক নয়।
মহামারী করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর কর্মীদের জন্য বাসায় থেকে কাজের সুবিধা চালু করেছিল গুগল। শুরুতে আগামী বছরের জুলাই পর্যন্ত বাসায় থেকে কাজের সুযোগ দেয়ার কথা বলা হলেও এখন তা বাড়ানো হয়েছে। গুগল কর্মীরা আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাসায় থেকে কাজ করার সুবিধা পাবে।