সূত্র মতে, ২০২০ সালে ডিএসইর সার্বিক মার্কেট পিই রেশিও দাঁড়ায় ১৫.০৯৷ অপরদিকে ২০১৯ সালের শেষে সামগ্রিক বাজার মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই ছিল ১১.৫১৷
খাতওয়ারী পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, সর্বনিম্ন অবস্থানের দিক থেকে মূল্য আয় অনুপাত বা মার্কেট পিই ছিল ব্যাংকিং খাতের। যার মার্কেট পিই ৮.১০, ফুয়েল এন্ড পাওয়ার খাতের ১১.১৭, মিউচ্যুয়াল ফান্ডের মার্কেট পিই ১৩.৭৫, টেক্সটাইল খাতের মার্কেট পিই ১৪.৪৫, টেলিকমিউনিকেশন খাতের মার্কেট পিই ১৭.৯৯, ইঞ্জিনিয়ারিং খাতের মার্কেট পিই ১৮.২৫, সার্ভিসেস এন্ড রিয়েল এস্টেট খাতের মার্কেট পিই ১৮.৪৩, ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যালস খাতের মার্কেট পিই ১৮.৮৫,ট্যানারি খাতের মার্কেট পিই ২১.১১, ফুড এন্ড এ্যালাইড প্রোডাক্ট খাতের মার্কেট পিই ২৩.০১,আর্থিক খাতের পিই ২৩.৩৬,সিরামিক খাতের মার্কেট পিই ২৪.৮৫, আইটি-খাতের মার্কেট পিই ২৫.৪৭,সিমেন্ট খাতের মার্কেট পিই ২৫.৬৪, ইন্স্যুরেন্স খাতের মার্কেট পিই ২৫.৯১,বিবিধ খাতের মার্কেট পিই ২৬.৩৬, ট্রাভেল এন্ড লেইজার ২৯.৩১, পেপার এন্ড প্রিন্টিং খাতের মার্কেট পিই ৩৪.৭৫ এবং জুট খাতের মার্কেট পিই ৫০.২৬৷