সূত্র মতে, এজিএমে সমাপ্ত হিসাব বছরের জন্য ৮ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশসহ অন্যান্য প্রস্তাব অনুমোদিত হয়।
কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৫৮ পয়সা। এছাড়া গত হিসাব বছরে নতুন দুটি বিদ্যুৎকেন্দ্র যোগ হওয়ায় কোম্পানিটির সম্মিলিত মুনাফাও বেড়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির সম্মিলিত নিট মুনাফা ছিল ৫৬ কোটি ৭৬ লাখ টাকা।
সভায় বারাকা পাওয়ারের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী, এমডি ফাহিম আহমদ চৌধুরী, কোম্পানির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আহসানুল কবির, ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুল বারী, পরিচালক গোলাম রব্বানী চৌধুরী, মনজুর কাদির শাফি এলিম, নান্নু কাজি মোহাম্মদ মিয়া, আফজাল রশিদ চৌধুরী, মো. সিরাজুল ইসলাম, আব্দুস এস মাজিদ, ড. জাকির হোসেন এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।