এ স্মার্টফোনে ৬ দশমিক ৫২ ইঞ্চি ২.৫ডি ইনসেল ভি নচ এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। ডিভাইসটির ডিসপ্লে রেজল্যুশন ৭২০ী১৬০০। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি সংবলিত ডিভাইসটি একবার ফুল চার্জে টানা দুই দিন ব্যবহার করা যাবে।
এতে ১ দশমিক ৮ গিগাহার্টজের শক্তিশালী ও পাওয়ার এফিশিয়েন্ট অক্টা-কোর মিডিয়াটেক হ্যালিও এ২৫ প্রসেসরের সঙ্গে জিপিইউ হিসেবে আছে আইএমজি পাওয়ার ভিআর জিই৮৩২০। ডিভাইস রিয়ার প্যানেলে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর রয়েছে। পাশাপাশি সেলফির জন্য ডিভাইসটিতে আছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যার অ্যাপারচার ২.০।
উল্লেখযোগ্য ক্যামেরা ফিচারগুলো হলো এআই, আল্ট্রা ভিউইং ওয়াইড অ্যাঙ্গেল, পোর্ট্রেট, ওয়াটারমার্ক, ইমোজি, নাইট মোড, অ্যান্টি-ফ্লিকার, ফেস বিউটি, ডিসপ্লে ফ্ল্যাশ, গুগল লেন্স, টাইম ল্যাপস, প্রফেশনাল, অটো এইচডি আর এবং টাচ শট।