স্বাভাবিকভাবেই ধন্য ধন্য রব পড়ে গেছে চারদিকে। শুভমান গিল, চেতেশ্বর পূজারা, ঋষভ পন্ত, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর—প্রত্যেকেই প্রশংসার তোড়ে ভেসে যাচ্ছেন। আর এই প্রশংসা প্রকাশ করার মাধ্যম হিসেবে সবাই বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমকে। বীরেন্দর শেবাগ যেন মানতেই পারছেন না দুদিন আগে যে ঋষভ পন্ত আর ওয়াশিংটন সুন্দর অনূর্ধ্ব-১৯ খেলছিলেন, তাঁরাই অস্ট্রেলিয়ার মাটিতে দেশের হয়ে ইতিহাস গড়লেন, ‘কয়েক বছর আগে এই পন্ত আর সুন্দর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিল। কে ভেবেছিল, এই দুজনই অস্ট্রেলিয়ার মাটিতে এভাবে দেশের হয়ে অন্যতম শ্রেষ্ঠ একটা জয় এনে দেবে!’
পিটারসেনের মতেও পন্ত নিজেকে তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন এই ম্যাচে, ‘ব্রিসবেনে এভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত, এটাই গোটা ব্যাপারকে আরও মহিমান্বিত করে তুলেছে। ব্রিসবেনের মতো শহরের এমন উপলক্ষ প্রাপ্য নয়। হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছি! পন্ত, আজ তার কিশোর থেকে পুরুষ হওয়ার দিন, অবশ্যই ক্রিকেটীয় হিসাবে!’
শুভেচ্ছা জানিয়েছেন শেন ওয়ার্নও, ‘ভারতীয় দলকে অভিনন্দন, অস্ট্রেলিয়ার মাটিতে এটা আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ সিরিজ জয়। ৩৬ রানে অলআউট হওয়ার পরেও চোটাক্রান্ত একটা স্কোয়াড নিয়ে যেভাবে তারা জিতল, তাদের অদম্য মানসিকতারই প্রমাণ সেটা।’