জানা গেছে, মঙ্গলবার এনার্জিপ্যাকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৬.৫০ টাকায়। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৯.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২৩.২০ টাকা বা ৪৯.৮৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনার্জিপ্যাক পাওয়ার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের ৯.৯৭ শতাংশ, রবি আজিয়াটার ৯.৯৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯.৫০ শতাংশ, এসএস স্টিলের ৮.৫০ শতাংশ, আইডিএলসির ৭.৫২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৭.০১ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬.৮৬ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৬.৫৭ শতাংশ এবং লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার দর ৬.৪৩ শতাংশ বেড়েছে।