এর আগে কোম্পানিটির সব ব্যাংক হিসাব ফ্রিজ রাখার কারণে ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। বাংলাদেশ ব্যাংক কোম্পানিটির সব ব্যাংক হিসাব ফ্রিজ করার কারণে গত ২৪ ফেব্রুয়ারি কোম্পানিটি উচ্চ আদালতে রিট পিটিশন ফাইল জমা দিয়েছিল। গতকাল ২৫ ফেব্রুয়ারি উচ্চ আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল।
কিন্তু আদালত কোম্পানিকে আরও অতিরিক্ত কাগজপত্র জমা দিতে বলেছে এবং কোম্পানিটি সে অনুযায়ী সবকিছু জমা দিয়েছে। কোম্পানিটি আশা করছে আগামী ১ মার্চ রিট পিটিশনের শুনানি হবে।
এজন্য কোম্পানির পরিচালনা পর্ষদ আগামী ১ মার্চ পরযন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ কোম্পানিটির ব্যাংক হিসাব ফ্রিজ রাখার কারণে কোম্পানিটি কোনো বেতন পরিশোধ করতে পারছে না।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি থেকে উচ্চ আদালতের আদেশে বাংলাদেশ ব্যাংক কোম্পানির সব ব্যাংক হিসাব ফ্রিজ করে রেখেছে।
কোম্পানির ব্যাংক হিসাব ফ্রিজ করার কারণে কোম্পানিটি কেনো ধরনের রপ্তানি করতে পারছে না। কোম্পানিটি কোনো কাঁচা পাট প্রক্রিয়াজাত করতে পারছে না এবং কোনো টাকা পরিশোধ করতে পারছে না।
এমনকি কোম্পানটি বিনিয়োগকারীদের মধ্যে সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশও বিতরণ করতে পারছেনা। তাই কোম্পানি গত ২২ ফেব্রুয়ারি থেকে আগামী ২৫ ফেব্রুয়ারি পরযন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।