মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রশিদুল ইসলাম শেখ।
তিনি বলেন, কন্টেন্ট রেডি করে দেশের স্বনামধন্য ১০টি কোম্পানিকে আমরা চিঠি দিয়েছি। কোম্পানিগুলো বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সামনে এটা প্রদর্শন করবে। সেখান থেকে তিনটি বাছাই করব। এরপর সেই তিনটির থেকে সবচেয়ে ভালো যেটা হবে, সেটাই আমরা সিলেক্ট করে তাদেরকে কাজ দিব। ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত এর সময় নির্ধারণ করা হয়েছে।
বর্তমান ওয়েবসাইটে বিদেশি শিক্ষার্থীদের জন্য তথ্য, বিশ্ববিদ্যালয়ের পোর্টফলিও কিংবা বিভাগের নোটিশ কোনো কিছুই পর্যাপ্ত পরিমাণে নেই। এ নিয়ে নানা সময় শিক্ষার্থীরা তাদের হতাশার কথা জানালেও ওয়েবসাইটের পরিবর্তন আনা হয়নি।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী কাতিব হাসান মুরাদ বলেন, আমরা যখন ওয়েবসাইটে প্রবেশ করি শুধু কয়েকটা ফ্যাকাল্টি আর মেম্বারদের তথ্য পাই। গুরুত্বপূর্ণ নোটিশ বা তথ্য যথাসময়ে পাচ্ছি না। একটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আরও সহজলভ্য ও তথ্যবহুল হওয়া দরকার।