বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল চূড়ান্ত অনুমোদন পেলে তা আজই প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। এছাড়া, ৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে।
পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন গনমাধ্যমকে বলেন, ‘ইউজিসির চিঠির পরিপ্রেক্ষিতে ৪৩তম বিসিএসে আবেদনের সময় বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। সেজন্য কমিশনে সিদ্ধান্ত নিতে সভা ডাকা হয়েছে।
এর আগে গত সপ্তাহে পিএসসিতে পাঠানো বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এক চিঠিতে বলা হয়, করোনা সংক্রমণের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। এজন্য ৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানানো হয়।