সূত্র মতে, মঙ্গলবার বিকন ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ৭০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭৭ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিকন ফার্মা ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৮.২১ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৭.৯২ শতাংশ, আইসিবির ৭.৮৮ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৬.২১ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৬.০৯ শতাংশ, সিটি ব্যাংকের ৫.৭২ শতাংশ, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৫.৫২ শতাংশ, এস আলমের ৫.১৮ শতাংশ এবং আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার দর ৪.৮১ শতাংশ বেড়েছে।