বুধবার (২৭ জানুয়ারি) বিএসইসির ৫৭৯তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ পরিশোধে ব্যর্থতার বিষয়ে ডিপজিটরি আইন ১৯৯৯ এর ১৩ ধারা মোতাবেক ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
একই সাথে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে সভায়।