হাতিরঝিল থেকে আরও ৫৫ কিশোর আটক

হাতিরঝিল থেকে আরও ৫৫ কিশোর আটক
হাতিরঝিল এলাকায় বেড়াতে যাওয়া মানুষকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন অভিযোগে আরও ৫৫ জন কিশোরকে আটক করা হয়েছে। এর আগে ১৬ বখাটে কিশোরকে আটকের পর ছেড়ে দেয় পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পুলিশ সদর দফতরের গণমাধ্যম ও জনসংযোগ শাখা এ তথ্য জানায়।

পুলিশ সদর দফতর জানায়, গত মঙ্গলবার পু‌লি‌শের অফিসিয়াল ফেসবুক পেজে এক নাগ‌রি‌ক অভিযোগ জানান, অবসরে বিনোদন এবং সুন্দরভাবে সময় কাটানোর জন্য আগত বিনোদনপ্রেমীরা কিছু কিশোর কর্তৃক হয়রানির শিকার হচ্ছেন।

এই অভিযো‌গের সূত্র ধ‌রে রাজধানীর বি‌নোদন এলাকা হা‌তির‌ঝিলে বেড়া‌তে আসা মানুষ‌কে নানাভা‌বে উত্ত্যক্তের দা‌য়ে ১৬ জন কি‌শোর‌কে আটক ক‌রে পু‌লিশ। চলমান কার্যক্রমের অংশ হিসেবে গতকালও ৫৫ জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআই‌জি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সো‌হেল রানা।

তিনি জানান, আটককৃতদের মধ্যে তিনজনের কাছে যথাক্রমে ৮ পিস, ১২ পিস ও ২৫ পিস করে ইয়াবা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি গণ-উপদ্রব ও অহেতুক হৈচৈ করার কারণে ১৬ জনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অবশিষ্ট ৩৬ জনকে শর্তসা‌পে‌ক্ষে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়ে‌ছে।

তিনি আরও জানান, থানা পু‌লি‌শের পাশাপা‌শি ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের পাব‌লিক অর্ডার ম্যা‌নেজ‌মেন্টের দুই প্লাটুন ফোর্স এ অভিযা‌নে অংশগ্রহণ ক‌রে। পু‌রো এলাকাকে পাঁচ ভাগে ভাগ করে ইউ‌নিফর্ম ও সাদা‌পোশাক সমন্ব‌য়ে পাঁচটি আলাদা টিম গঠনের মাধ্যমে একযো‌গে এ অভিযান পরিচালিত হ‌য়ে‌ছে। বি‌নোদন প্রত্যাশী সম্মা‌নিত নাগ‌রিকগ‌ণের কল্যা‌ণে ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, হাতিরঝিলে অবসর কাটাতে যাওয়া মানুষের বেড়ানো স্বস্তিদায়ক করার জন্য বুধবার থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ টহল দলও দায়িত্ব পালন করবে। ফলে সেখানে বেড়াতে যাওয়া মানুষের অবসর উদ্‌যাপন আরও নিরাপদ হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু