শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ যায়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত ১২ টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই সময় যাত্রী ও যানবাহন নিয়ে তিনটি ফেরি মাঝ নদীতে নোঙর করে থাকে। পরে কুয়াশা কেটে গেলে ৯টায় আবার চালু হয়।
এদিকে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ৫ শতাধিক যানবাহন পাড়ের অপেক্ষায় আছে।
গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিরাতেই ফেরি চলাচল বন্ধ থাকছে। সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ১২টার দিকে এর তীব্রতা বেড়ে গেলে নৌ চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা যায় না।