সিকৃবির স্বয়ংক্রিয় সেচযন্ত্র উদ্ভাবন

সিকৃবির স্বয়ংক্রিয় সেচযন্ত্র উদ্ভাবন
দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় সেচযন্ত্র উদ্ভাবন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একদল গবেষক। ফলে পানির অপচয় রোধের পাশাপাশি সময় মতো ফলবে ফসল।

আধুনিক এই সেচযন্ত্রের মাধ্যমে সেচ ব্যবস্থাকে সহজ করে আবাদি জমিতে সঠিক মাত্রায় আদ্রতা বজায় রাখা সম্ভব। এর মাধ্যমে মাটির আদ্রতা এবং পানির উচ্চতা সহজে নির্ণয় করে মাঠে সেচ দেওয়া যাবে বলেও জানান গবেষকরা।

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ আল মামুন, সহকারী অধ্যাপক জানিবুল আলম সোয়েব, বিভাগের দুই শিক্ষার্থী রাইসুলই সলাম রাব্বী ও নুরুল আজমীর এই প্রটোটাইপ ডিভাইসটি উদ্ভাবন করেছেন। যন্ত্রটি তৈরি করতে তারা মাইক্রো কন্ট্রোলারে কম্পিউটার প্রোগ্রামিং ব্যবহার করেছেন।

এ বিষয়ে প্রধান গবেষক ড. রাশেদ বলেন, এই যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে মাটির আদ্রতা নির্ণয় করতে সক্ষম বলে প্রয়োজন অনুযায়ী পানির উচ্চতা পরিমাপ করে পাম্প স্বয়ংক্রিয়ভাবে চালু হবে ও বন্ধ হবে, যা কৃষককে পানি দেওয়ার সময় ও পরিমাণ নির্ধারণের দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে। পাশাপাশি ভিন্ন ভিন্ন শস্যক্ষেতে পানির সুবিধা নেওয়া যাবে।

তিনি আরও বলেন, এই ডিভাইসটি মাঠ পর্যায়ে উপযোগী করে তুলতে পারলে সেচ ব্যবস্থার আমূল পরিবর্তন আনা সম্ভব হবে। ফলে কৃষকের সময় সাশ্রয় হবে, পাশাপাশি আর্থিকভাবে লাভবানও হবেন তারা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি