সূত্র মতে, কোম্পানিগুলোর ৪৫ লাখ ৬৫ হাজার ৬১৯টি শেয়ার ৪২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৭ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকোর। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ২৪ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।
এছাড়া আমান কটনের ৫ লাখ ৫ হাজার টাকার, আমান ফিডের ৭০ লাখ ১৭ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২২ লাখ ৮১ হাজার টাকার, বিকন ফার্মার ২ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ২০ লাখ ৭৫ হাজার টাকার, সিটি ব্যাংকের ১৬ লাখ ২০ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২৪ লাখ ৪১ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ টাকার, জিবিবি পাওয়ারের ৭৬ লাখ ৬৫ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১১ লাখ টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৬ লাখ ২৫ হাজার টাকার, মাইডাস ফাইন্যান্সের ৫ লাখ ৪ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ১৬ লাখ ৩১ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ১ কোটি ৩২ লাখ ৭৩ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ লাখ ২ হাজার টাকার, আরডি ফুডের ১৫ লাখ টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১ কোটি ৭২ লাখ ৩০ হাজার টাকার, সায়হাম কটনের ২০ লাখ টাকার, সী পার্লের ৫৩ লাখ ৩৯ হাজার টাকার, সিমটেক্সের ৫ লাখ ১১ হাজার টাকার এবং সামিট পাওয়ারের ৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।