ইন্টেরিয়ম ডিভিডেন্ড দিচ্ছে গোল্ডেন হারভেস্ট

ইন্টেরিয়ম ডিভিডেন্ড দিচ্ছে গোল্ডেন হারভেস্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইন্টেরিয়ম ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদ নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সুত্র জানায়, সম্প্রতি কোম্পানিটির সাথে বিএসইসির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্র অর্থসংবাদকে বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছিল কোম্পানিটি। এছাড়া গেল বছরের তুলনায় কোম্পানির ইপিএসও অনেক কমে গেছে। যে কারণে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বিরাজ করছিল। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির হস্তক্ষেপে বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা হচ্ছে বলে অর্থসংবাদকে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থার একটি সূত্র।

৩০ জুন, ২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির মোট শেয়ারের ৩২.৮৮ শতাংশ রয়েছে পরিচালকদের কাছে। এছাড়া ৩৯.৫০ শতাংশ শেয়ার রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। দশমিক ৬২ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীদের কাছে এবং ২৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

এদিকে আজ কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টকা ৭০ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন