এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড।
এর আগে গত ১৩ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৭ তম সভায় মার্জিন ঋণের সর্বোচ্চ সুদ হবে ১২% নির্ধারণ করে দেওয়া হয়। পাশাপাশি বলা হয়, মার্জিন ঋণদাতা প্রতিষ্ঠানের তহবিল ব্যয়ের হার ও মার্জিন ঋণের সুদ হারের মধ্যে ব্যবধান কোনোভাবেই ৩ শতাংশের বেশি হতে পারবে না। পরবর্তী মাসের শুরু তথা ১ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকরের নির্দেশ দেওয়া হয়। তবে সামগ্রিক বাজার পরিস্থিতি ও ঋণদাতা ব্রোকার-মার্চেন্ট ব্যাংকারদের অনুরোধ বিবেচনায় সুদ হার সংক্রান্ত ওই নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা পাঁচ মাস পিছিয়ে ১ জুলাই নির্ধারণ করা হয়।
১২% শতাংশ সুদহার বাস্তবায়নের সময়সীমা বাড়লেও সন্ধানী লাইফ ফাইন্যান্স ১ ফেব্রুয়ারি থেকেই এটি কার্যকর করেছে।