সূত্র মতে, গত বছরের শেষ মাসের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২০ সালে পুঁজিবাজারে বিও হিসাব ছিল ২৫ লাখ ৫২ হাজার ১৬৮টি। আর নতুন বছরের প্রথম মাসের শেষ দিন অর্থাৎ ২০২১ সালের ৩১ জানুয়ারি বিও হিসাব ৮১ হাজার ৮২৯টি বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৩৩ হাজার ৯৯৭টিতে।
জানুয়ারি মাসে পুরুষদের বিও ৬৩ হাজার ১৩৮টি বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪১ হাজার ১০৭টিতে। ডিসেম্বর মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৮ লাখ ৭৭ হাজার ৯৬৯টিতে। আর জানুয়ারিতে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ১৮ হাজার ৪৩৩টি বেড়ে ৬ লাখ ৭৮ হাজার ৭৯৭টিতে দাঁড়িয়েছে। ডিসেম্বর মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬ লাখ ৬০ হাজার ৩৬৪টিতে।
ডিসেম্বর মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৩ হাজার ৮৩৫টিতে। আর জানুয়ারি মাসে কোম্পানি বিও ২৫৮টি বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৩টিতে।
বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীরা নতুন করে ৭৬ হাজার ৩৮৯টি বিও হিসাব খুলেছেন। এর মাধ্যমে জানুয়ারির শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ২৪ লাখ ৫৮ হাজার ৪৭৫টিতে। যা ডিসেম্বর মাসের শেষ দিন ছিল ২৩ লাখ ৮২ হাজার ৮৬টিতে।
জানুয়ারি মাসে বিদেশী অবস্থানকারী বিনিয়োগকারীরা নতুন করে ৫ হাজার ৫৭০টি বিও হিসাব খুলেছে। ডিসেম্বর মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১ লাখথ ৫৫ হাজার ৮৫৯টিতে। জানুয়ারি মাসের শেষ দিন এ সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৬১ হাজার ৪২৯টিতে।
এদিকে দেশের পুঁজিবাজার এখন চাঙ্গা। দৈনিক গড় লেনদেনও বেড়েছে। বাজারে বিনিয়োগকারী টানতে নানা উদ্যোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এরই ধারাবাহিকতায় নতুন করে আসছে অনলাইনে বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব খোলার সুবিধা। চলতি মাস থেকেই নতুন এ ব্যবস্থা চালু হতে পারে। সে লক্ষ্যেই অনলাইনে বিও হিসাব খোলার সব প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
পুঁজিবাজারে শেয়ার ও বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) অনলাইনে বিও হিসাব খোলার নতুন ব্যবস্থাটি তৈরি করছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনায় মূল্য সংযোজন সেবা বা ভ্যালু অ্যাডেড সার্ভিস হিসেবে সিডিবিএল এ ব্যবস্থা তৈরি করেছে। এরই মধ্যে প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে আনুষ্ঠানিকভাবে এটি চালু করা হবে।
এসব বিষয়ে বাজার সংশ্লিষ্টরা মনে করেন, অনলাইনে বিও হিসাব খোলার সুবিধা চালু হলে তাতে দেশ–বিদেশের বিনিয়োগকারীরা সহজে শেয়ারবাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন। কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও হোক, অথবা সেকেন্ডারি বাজারে বিনিয়োগ—শেয়ারবাজারে শেয়ার কিনতে হলে বিও হিসাব লাগবেই। সেই বিও হিসাব খোলাকে সহজ করতেই এবার অনলাইন ব্যবস্থা চালু হতে যাচ্ছে।