সূত্র মতে, লেনদেনের প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার মীর আখতারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮১ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০০.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৯.২০ টাকা বা ২৩.৭০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মীর আখতার গতকালের মতো আজও ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ইন্স্যুরেন্সের ৬.৮৫ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৬.৮৩ শতাংশ, লাফার্জহোলসিমের ৬.৪৬ শতাংশ, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৬.০৩ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৩.৪৩ শতাংশ, বে লিজিংয়ের ৩.২৩ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩.০৩ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ২.৮৭ শতাংশ এবং এসএস স্টিলের শেয়ার দর ২.৬৩ শতাংশ বেড়েছে।