জানা গেছে, কিছুদিন আগে ফ্রান্সে একজন পর্যটক মারা গেছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। ইতিমধ্যেই শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনসাধারণকে জনবহুল পাবলিক প্লেসে চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে ফ্রান্স সরকার ।
এদিকে করোনাভাইরাসে শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছে ৭৮ হাজার ৮২৪ জন, মারা গেছে ২ হাজার ৭৮৮ জন। অপরদিকে, দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ২২ এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।
সর্বশেষ নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, বেলারুশ ও লিথুয়ানিয়াও নিজেদের দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়ার খবর নিশ্চিত করেছে। এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া-কোনো মহাদেশ বাদ যায়নি এই ভাইরাসের আক্রমণ থেকে।
এবিষয়ে ফ্রান্স প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী এস কে শামীম তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার দেয়া ফেইসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো:
তিনি লিখেছেন, 'করোনা' ভাইরাসের মহামারি ঠেকাতে প্যারিসের ২৮ কিলোমিটার উওরে Oise এরিয়ায় শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনসাধারণকে জনবহুল পাবলিক প্লেসে চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে ফ্রান্স সরকার ।
করোনা ভাইরাস : ফ্রান্সের পোস্ট অফিস চীনে যে কোনো ধরণের মাল পাঠাতে স্থগিত করেছে।
লজিস্টিক সমস্যার কারণে ফ্রান্স চীনে চিঠি এবং কোনো ধরণের মাল পাঠানো স্থগিত ঘোষণা করেছে। এর প্রধান কারণ করোনা ভাইরাসের কারণে চীনে এখন খুব কম এয়ারলাইন কোম্পানি যাওয়া আসা করে। গত ১৭ ই ফেব্রুয়ারি থেকে অস্থায়ী ভাবে চীনে মাল পাঠানো স্থগিত করেছে। তবে Choronopost এখনো মাল পাঠানো বলবৎ রেখেছে।