সীমান্ত পরিদর্শনে বিজিবি'র মহাপরিচালক

সীমান্ত পরিদর্শনে বিজিবি'র মহাপরিচালক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম কক্সবাজারের টেকনাফ সীমান্ত পরিদর্শন করেছেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপি বাংলাদেশ-মিয়ানমার টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।

এসময় তিনি টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্টের বিজিবি’র বর্ডার আউট পোষ্ট (বিওপি)-গুলো পরিদর্শন করেন এবং বিজিবি’র কর্মকর্তা ও সদস্যদের সাথেও মতবিনিময় করেন। বিজিবি মহাপরিচালকের এ সফর প্রসঙ্গে টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল মো. ফয়সাল হাসান খান গতকাল শনিবার সন্ধ্যায় টেকনাফের শাহপরীরদ্বীপ বিওপিতে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন।

তিনি বলেন, বিজিবি মহাপরিচালক নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে টেকনাফ সফর করেছেন। সীমান্তে কর্মরত আমরা বিজিবি সদস্যদের মনোবল বৃদ্ধির জন্যই মূলত মহাপরিচালকের এ সফর।

তিনি আরও বলেন, মিয়ানমারে সাম্প্রতিক যে অভ্যুত্থানের ঘটনা ঘটেছে তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়। এ ঘটনাকে নিয়ে বাংলাদেশের সীমান্তে বিজিবির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তে অতিরিক্ত কোন বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এছাড়াও তিনি বলেন, মিয়ানমারের সাম্প্রতিক ঘটনায় সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের কোন আশঙ্কাও এ মুহূর্তে দেখা দেয়নি। যদি এরকম শঙ্কা দেখা দেয় তাহলে ঊর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা