দুই শিশু সন্তানসহ সড়কে প্রাণ গেল স্কুল শিক্ষিকার

দুই শিশু সন্তানসহ সড়কে প্রাণ গেল স্কুল শিক্ষিকার
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সন্তানসহ এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন।

রোববার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের এসবি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বনবাড়ীয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী রুনী খাতুন (৩০), তার ছেলে অদি (১২) ও মেয়ে সায়েবা (৬)।

আহত অটোরিকশা চালক চান মিয়া (২৫)। তিনি পৌর এলাকার একডালা স্লুইচগেট এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে কাউন্সিলর আরজু জানান, নিহত রুনী চশমা মেরামতের জন্য ছেলে-মেয়ে নিয়ে অটোরিকশায় শহরে যাচ্ছিলেন। এসবি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় পৌঁছালে যাত্রাবাহী একটি বাস অপর একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়।

এ সময় অটোরিকশাটি ট্রাকের মুখোমুখি পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছেলেসহ রুনী নিহত হন। গুরুতর আহত হন চালক ও মেয়ে সায়েবা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক সায়েবাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট