টেলিগ্রামে 'লাস্ট সিন’ বন্ধ করার উপায়:
স্টেপ ১। স্মার্টফোনে টেলিগ্রাম অ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। স্ক্রিনের বাঁ দিকে উপরে তিনটি দাগের মেনুতে ট্যাপ করুন।
স্টেপ ৩। মেনুর তালিকা থেকে 'সেটিংস' সিলেক্ট করুন।
স্টেপ ৪। সেটিংসের মধ্যে 'প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ বিভাগ সিলেক্ট করুন।
স্টেপ ৫। এখানে 'লাস্ট সিন’ অপশন দেখতে পাবেন। এই অপশনে ট্যাপ করুন।
স্টেপ ৬। এখনে আপনি শেষ কখন টেলিগ্রাম ব্যবহার করেছেন তা কে কে দেখতে পাবেন তা সিলেক্ট করা যাবে। ‘এভ্রিবডি’ সিলেক্ট করলে যে কোন টেলিগ্রাম গ্রাহক শেষ কখন টেলিগ্রাম ব্যবহার করেছেন দেখতে পাবেন। এছাড়াও ‘মাই কনট্যাক্টস’ সিলেক্ট করলে আপনার ফোনের কনট্যাক্ট লিস্টে যারা টেলিগ্রাম ব্যবহার করেন শুধুমাত্র তারাই আপনার টেলিগ্রাম ব্যবহারের শেষ সময় দেখতে পাবেন। ‘নোবডি’ সিলেক্ট করলে কেউ আপনার টেলিগ্রাম ব্যবহারের শেষ সময় দেখতে পাবেন না।
স্টেপ ৭। পছন্দের অপশন সিলেক্ট করে ডান দিকে উপরে টিক মার্কে ট্যাপ করলে একটি পপ-আপ মেসেজ দেখা যাবে।