পুঁজিবাজারের ভিত অনেক মজবুত হয়েছে

পুঁজিবাজারের ভিত অনেক মজবুত হয়েছে
বিএসইসি বিগত কয়েক বছরে পুঁজিবাজারের উন্নয়নে আইনগত ও অবকাঠামোগত বহু সংস্কার করেছে৷ এতে পুঁজিবাজারের ভিত অনেক মজবুত হয়েছে। যা ভবিষ্যতে পুঁজিবাজারকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সহায়ক ভূমিকা রাখবে৷
সোমবার (০২ মার্চ) ডিএসইর নবগঠিত পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা বলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।
ডিএসইর নতুন চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমানের নেতৃত্বে পরিচালনা পর্ষদ কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় বিএসইসির কমিশনার অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা, খোন্দকার কামালুজ্জামানসহ নির্বাহী পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন৷

ডিএসইর নবগঠিত পরিচালনা পর্ষদকে স্বাগত জানিয়ে বিএসইসি’র চেয়ারম্যান বলেন, বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমূখী অভিজ্ঞতা সম্পন্ন সফল ব্যক্তিদের সমন্বয়ে গঠিত হয়েছে ডিএসইর পরিচালনা পর্ষদ৷ যে পর্ষদে আছে পুঁজিবাজারের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন পরিচালকবৃন্দ৷ তাদেরসহ সকলের উদ্দেশ্য পুঁজিবাজারকে সামনের দিকে এগিয়ে নেয়া৷ এর জন্য বিএসইসি’র পক্ষে যে সহযোগীতা করার দরকার, তা করা হবে৷

তিনি বলেন, বাংলাদেশ ২০২১ সালে স্বাধীনতার ৫০ বর্ষ পূর্ণ হবে৷ এই ৫০ বছরের মধ্যে গত ১৫ বছরে অর্থনৈতিক অগ্রগতি দৃশ্যমান৷ বাংলাদেশ ১৫ বছরে সামাজিক ও আর্থিক খাতের সুচকে অনেকাংশে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় এগিয়ে আছে৷

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন