বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সকালে ঘুম ভেঙে অস্ট্রেলিয়ার বাসিন্দারা আবিষ্কার করেন, তাদের নিউজ ফিডে কোনো সংবাদ নেই। স্থানীয় বা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমের ফেসবুক পেইজও তারা দেখতে পারছেন না। ওয়েবসাইট থেকেও কোনো খবর তারা শেয়ার করতে পারছেন না।
অস্ট্রেলিয়া সরকারের প্রস্তাবিত একটি নতুন আইন অনুযায়ী, ফেসবুকসহ বড় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কোনো গণমাধ্যমের ‘নিউজ কনটেন্ট’ অর্থাৎ সংবাদ প্রতিবেদন বা কোনো ধরনের সংবাদ উপাদান প্রকাশ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সে জন্য অর্থ দিতে হবে।
গুগল ও ফেসবুকের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে অস্ট্রেলিয়া সরকারের প্রস্তাবিত নতুন আইনটি ইন্টারনেট যেভাবে কাজ করে তার সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং এতে করে প্রযুক্তি প্রতিষ্ঠাগুলোকে অন্যায্যভাবে ‘জরিমানা’ করা হচ্ছে।
ফেসবুকের স্থানীয় ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম ইস্টন বলেন, অসি সরকারের নতুন আইনে ‘ফেসবুককে এমন কনটেন্টের জন্য জরিমানা করা হচ্ছে, যা ফেসবুক নিজ থেকে নেয়নি বা চায়নি’।