তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২৪৯ কোটি ২২ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৯ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার টাকা।
লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে জিল বাংলা সুগার মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২ দশমিক ২১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৫ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ লাখ ২ হাজার টাকা।
প্রাইম ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১০.১৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মীর আখতার হোসাইন লিমিটেড, ব্রাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, বিডি থাই অ্যালুমিনিয়াম, ইস্টার্ন ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও আল-আরফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।