স্টার্টআপগুলোতে ২০ কোটি ডলার বিনিয়োগ এসেছে: পলক

স্টার্টআপগুলোতে ২০ কোটি ডলার বিনিয়োগ এসেছে: পলক
গত চার বছরে স্টার্টআপগুলোতে ২০ কোটি ডলার বিনিয়োগ এসেছে বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড-১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বলে আইসিটি বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক সহযোগিতা ‘অত্যন্ত জরুরি’ বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী পলক।

তিনি বলেন, স্টার্টআপদের যথাযথ বিকাশের লক্ষ্যে সরকার মেন্টরিং, কোচিং ও ফান্ডিংসহ সার্বিক সহযোগিতা দিচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, দেশের তরুণ উদ্যোক্তাদের সহযোগিতা করতে সরকার চলতি বাজেটে এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

সিড স্টেজে এক লাখ থেকে দশ লাখ টাকা সহায়তা দেওয়া হচ্ছে।

এছাড়া গ্রোথ স্টেজে এক কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ভেঞ্চার ক্যাপিটাল হিসেবে দেওয়া হচ্ছে।

পলক বলেন, “দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পেছনে তরুণ উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্টার্টআপ খাতকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি আইডিএলসির মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইডিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ খান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা