মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইডিএলসি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড-১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বলে আইসিটি বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক সহযোগিতা ‘অত্যন্ত জরুরি’ বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী পলক।
তিনি বলেন, স্টার্টআপদের যথাযথ বিকাশের লক্ষ্যে সরকার মেন্টরিং, কোচিং ও ফান্ডিংসহ সার্বিক সহযোগিতা দিচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, দেশের তরুণ উদ্যোক্তাদের সহযোগিতা করতে সরকার চলতি বাজেটে এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
সিড স্টেজে এক লাখ থেকে দশ লাখ টাকা সহায়তা দেওয়া হচ্ছে।
এছাড়া গ্রোথ স্টেজে এক কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ভেঞ্চার ক্যাপিটাল হিসেবে দেওয়া হচ্ছে।
পলক বলেন, “দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পেছনে তরুণ উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্টার্টআপ খাতকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি আইডিএলসির মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইডিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ খান।