সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস রবি আজিয়াটার শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬.৮০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৩.৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৬.৯০ টাকা বা ১১.২০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রবি আজিয়াটা ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ১০.৭৭ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৯.৩০ শতাংশ, ওয়ালটনের ৯.১৭ শতাংশ, সামিট পাওয়ারের ৮.৮০ শতাংশ, বিকন ফার্মার ৭.২১ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৬.৭৬ শতাংশ, এডিএন টেলিকমের ৬.৩১ শতাংশ এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.৯৩ শতাংশ বেড়েছে।