ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সর্বশেষ গত বৃহস্পতিবার শেয়ারটির ক্লোজিং দর ছিল ৯ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটি দাঁড়ায় ৮ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৯ দশমিক ২৮ শতাংশ কমেছে।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড। বৃহস্পতিবার শেয়ারটির ক্লোজিং দর ছিল ২ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটি দাঁড়ায় ২ টাকা ২০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে।
এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিআইএফসি। বৃহস্পতিবার শেয়ারটির ক্লোজিং দর ছিল ৯ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষেও শেয়ারটির দর অপরিবর্তিত রয়েছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, ড্যাফোডিল কম্পিউটার্স, ই-জেনারেশন, শ্যামপুর সুগার, সাফকো স্পিনিং ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড।