দেশের প্রথম নারী বনরক্ষীর তালিকায় নাম লেখালো মিলি

দেশের প্রথম নারী বনরক্ষীর তালিকায় নাম লেখালো মিলি
সময়ের সঙ্গে সব ক্ষেত্রে নারীরা নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছেন। বিভিন্ন গুরত্বপূর্ণ স্থানও দাপিয়ে বেড়াচ্ছেন নারীরা। এমনই একজন নারী দিলরুবা আক্তার মিলি। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে উদ্যোগ নেন বনরক্ষী হওয়ার। সেই উদ্যোগে সফল হয়েছেন তিনি। দেশের প্রথম নারী বনরক্ষীর তালিকায় নাম লেখান তিনি।

তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই বনজঙ্গল নিয়ে আগ্রহ। সেই চিন্তাভাবনা থেকেই পড়াশোনা শেষ করে বনরক্ষী হওয়ার উদ্যোগ নিই। পরিবার-পরিজনের সহযোগিতায় সামনে এগুতে থাকি। এরপর বনরক্ষী হিসেবে লিখিত পরীক্ষা ও ভাইভা শেষ করে রাজশাহী পুলিশ একাডেমি থেকে প্রশিক্ষণ শেষ করি।’

মিলির এই চলার পথ মোটেও মসৃণ ছিল না। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘এ পেশায় নারীসংখ্যা শূন্যের দিকে হওয়ায় বেশ প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। প্রশিক্ষণের আগে ভাইভা দিতে হয়। ২০৩ জন পুরুষের মধ্যে আমি একমাত্র নারী হিসেবে যোগ দিই। প্রথমদিকে সমস্যা হলেও পরে তা মোকাবেলা করে এগিয়ে যাই।’

২০১৬ সালে বনরক্ষী হিসেবে যোগ দেন মিলি। তখন থেকে ঢাকার জাতীয় উদ্ভিদ উদ্যানে কর্মরত রয়েছেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা