বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিশাল মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে মারা যান। মিশালের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে, সোমবার (০৮ মার্চ) দিবাগত রাতে ফতুল্লার মাজদাইল বাজার এলাকায় একটি বাড়ির ষষ্ঠ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয় জন দগ্ধ হলে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন বাকি দগ্ধরা হলেন, নিহত মিশালের স্ত্রী মিতা (২৪), তাদের মেয়ে আফসানা (৪) ও ছেলে মিনহাজ (১৮ মাস), মিশালের শ্যালক মাহফুজুল ইসলাম (১২) ও আরেক শ্যালক সাব্বির (১৬)।
এদের মধ্যে মিতার ১৪ শতাংশ, আফসানার ১০, মিনহাজের ৫০, মাহফুজুল ইসলামের ৮০ ও সাব্বিরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে মিনহাজ, মাহফুজুল ও সাব্বির আইসিইউতে রয়েছে। বাকি দু’জন এইচডিইউতে রয়েছে।