বাজিতপুরে ছুরিকাঘাতে কিশোরকে হত্যা

বাজিতপুরে ছুরিকাঘাতে কিশোরকে হত্যা
কিশোরগঞ্জের বাজিতপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছেন। এসময় আহত হন আরও একজন।

বুধবার (১০ মার্চ) রাত ১১টায় বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম আবদুল্লাহ আল আকাশ লাদেন (১৮)। সে দক্ষিণ পিরিজপুর গ্রামের ইসাদ মিয়ার ছেলে।

ঘটনার পর সুমন নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এসময় অপর এক যুবক পালিয়ে যায়।

আটক সুমন একই উপজেলার সরারচর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের নূরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, নিহত লাদেন ও তার চাচাতো ভাই ইদ্রিস মিয়ার ছেলে সজিব রানা (১৮) বাড়ির পাশে মেলায় যায়। মেলায় প্রবেশের পরই দুই যুবক তাদের ওপর হামলা চালায়। একের পর এক ছুরিকাঘাতে গুরুতর আহত হন তারা।

আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান লাদেন।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলায় জড়িত অপর যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে’।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা