হাতির আক্রমণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

হাতির আক্রমণে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটিতে হাতির আক্রমণে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯টায় কাপ্তাই-আসামবস্তী সড়কের কামাইল্যাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম অভিষেক পাল (২১)। সে ঢাকা তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তিনি ফেনীর মাস্টারপাড়ায় বসবাস করতেন।

অভিষেকের বন্ধু সাদমান সোবহান উদয় বলেন, বৃহস্পতিবার সকালে তারা ছয়জন বন্ধু কাপ্তাই প্রশান্তি পার্ক থেক সিএনজি করে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে সকাল ৯টায় দুইটি হাতির মুখোমুখি হন। এসময় অভিষেক বনের দিকে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে হাতির আক্রমণে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

কাপ্তাই স্বাস্থ্যবিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, হাসপাতালের আসার আগেই তার মৃত্যু হয়েছে।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘গত রোববার (৭ মার্চ) একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। আজকে আবার এই ঘটনা ঘটল’।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে রাঙামাটির কাপ্তাইয়ে রাতের আঁধারে বন্যহাতির আক্রমণে মানসিক প্রতিবন্ধী (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়। রোববার সকালে তার হাত-পা বিচ্ছিন্ন রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা