তবে সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে তার জায়গা নেই সাফ জানিয়েছেন কোহলি। তবে সরাসরি সম্ভাবনা উড়িয়ে দেননি ভারতীয় অধিনায়ক। টি-টোয়েন্টি দলের অফস্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর যদি ভয়াবহ বাজে সময় কাটান, তাহলেই অশ্বিনের সুযোগ মিলবে বলে জানান কোহলি।
সাদা পোশাকের ক্রিকেটে নিয়মিত মুখ হলেও ভারতের হয়ে রঙিন পোশাকের ক্রিকেটে সবশেষ ২০১৭ সালের জুলাইয়ে খেলেছেন অশ্বিন। প্রায় ৪ বছর হয়ে গেলেও ওয়ানডে, টি-টোয়েন্টিতে তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। প্রথমে ইয়ুজভেন্দ্র চাহাল ও কুলদ্বীপ যাদব আর এখন স্পিনারের জায়গা নিয়েছেন সুন্দর।
অশ্বিনের মতো সুন্দরও অফস্পিনিং অলরাউন্ডার হওয়ায়, একই ক্যাটাগরির দুই খেলোয়াড়কে দলে নেয়ার পক্ষে নন ভারতীয় দলের অধিনায়ক। চলতি বছরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে যেকোনো একজনকে টানা খেলিয়ে প্রস্তুত করার পক্ষে কোহলি। আর সেই একজন হলেন ওয়াশিংটন সুন্দর।
সংবাদ সম্মেলনে কোহলি বলেছেন, ‘আমাদের হয়ে দারুণ খেলছে ওয়াশিংটন সুন্দর। একটা দলে আপনি একই ক্যাটাগরির দুইজন খেলোয়াড় নিয়ে রাখতে পারেন না। সুন্দর যদি অত্যধিক বাজে মৌসুম কাটায় এবং সবকিছু তার বিপক্ষে যায় তাহলেই অন্য কোনো ভাবনা আসবে।’
তিনি আরও যোগ করেন, ‘যেকোনো কিছু করার আগে যুক্তি থাকতে হবে। আপনিই বলুন, অশ্বিনকে কোথায় নেবেন? যেখানে ওয়াশিংটন সুন্দর এরই মধ্যে খেলছে, সেখানে অশ্বিনকে কোথায় খেলাবেন? যেকোনো প্রশ্ন করা