শনিবার সকালে (১৩ মার্চ) মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠিত দলীয় নেতাকর্মীদের এক আলোচনা সভায় এ কথা বলেন জাহিদ মালেক।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। দেশে করোনার সংক্রমণের হার বেড়ে চলছে। এর আগে দুই শতাংশে নেমেছিল, এবার সাড়ে ছয় শতাংশে উঠেছে। হাসপাতালে প্রায় ৫০০ রোগী বৃদ্ধি পেয়েছে এবং অনেক রোগীর অবস্থা ভালো নয়।’
জাহিদ মালেক আরও বলেন, ‘আমি আপনাদের সবাইকে আহ্বান করব, এ বিষয়ে আমাদের এখনই সজাগ হওয়া দরকার। বেপরোয়াভাবে ঘোরা উচিত নয়। নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেখানে জনসমাগম বেশি, সেই জায়গায় যাবেন না এবং অনুষ্ঠান সীমিত করবেন। পারলে অনুষ্ঠান করবেন না।’
করোনার প্রথম ভ্যাকসিন নেওয়ার পর মানুষের মধ্যে বেপরোয়া আচরণ লক্ষ্য করা যাচ্ছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।