শিক্ষক নিয়োগে মিলেছে মন্ত্রণালয়ের অনুমতি

শিক্ষক নিয়োগে মিলেছে মন্ত্রণালয়ের অনুমতি
এমপিওভুক্ত শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সোমবার (১৫ মার্চ) এনটিআরসিএ’র চেয়ারম্যান আশরাফ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এনটিআরসিএ’র প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তবে নির্ভেজাল নিয়োগ দেওয়ার লক্ষ্যে শূন্যপদের ভুল তথ্য সংশোধনের বিষয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমরা শূন্যপদের তথ্য সংগ্রহ করেছি। সেগুলোতে কিছু ভুল দেখা গেছে যা সংশোধন করা হচ্ছে। আমরা ভেরিফাই করে দেখবো কোনো ভুল আছে কিনা।’

তিনি আরও বলেন, ‘কবে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তার নির্দিষ্ট টাইম বলতে পারছি না। তবে আমরা তথ্য সংশোধন করছি। শূন্যপদের তথ্য পাওয়ার পরে তা যাচাই করে দেখা হবে। তথ্য যাচাইয়ের পরে আমরা একটি তারিখ জানাতে পারবো। শূন্যপদের সংশোধিত তথ্য পাওয়ার পরে আমরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবো।’

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের কাজ করে এনটিআরসিএ। বাছাই করা প্রার্থীদের আর কোনও পরীক্ষা দিতে হয় না। ইতিমধ্যে দুইটি চক্রে ২০১৬ ও ২০১৯ সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগে প্রার্থী সুপারিশ করে এনটিআরসিএ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা