রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিমানবন্দরে সলিহকে অভ্যর্থনা জানাবেন। সাভারে জাতীয় স্মৃতিসৌধসহ অন্যান্য রাষ্ট্রীয় প্রটোকল সম্পন্ন করে বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি অন্তত চারটি সমঝোতা স্মারক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।
উল্লেখ্য, মালদ্বীপের রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী ফার্স্টলেডি ম্যাডাম ফাজনা আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীসহ মোট ২৭ জন অতিথি আসবেন।