বুধবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিসিবির উদ্যোগে মিরপুরের হোম অব ক্রিকেটর একাডেমি মাঠে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়। এসময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পাপন জানান, দেশের মাটিতে যত ক্রিকেটীয় আসর আছে এ বছর, তার সবগুলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজন করা হবে। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যতগুলো টুর্নামেন্ট আছে দেশে, তার সবগুলো বঙ্গবন্ধুর নামে হবে।’
দেশের বাইরে কোনো সিরিজ কি বঙ্গবন্ধুর নামে আয়োজন সম্ভব? এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘এটা আসলে আমাদের হাতে না। সেটা যাদের সাথে খেলা, ওই দেশ ডিসাইড করে সিরিজের নাম কি হবে। এটা এখন পর্যন্ত আমরা চিন্তা করে দেখিনি। তবে দেশে ঘরোয়া বা আন্তর্জাতিক যে খেলাই হোক, আমরা বঙ্গবন্ধুর নামে করব।’