বৃহস্পতিবার (১৮ মার্চ) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আনোয়ার হোসাইন এ তথ্য জানান।
এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানায়, যারা হজে যেতে নিবন্ধন করেছেন তাদের মধ্যে ৪০ বছরের নিচে ৪,৮৩৩ জন এবং ৪০ বছরের ঊর্ধ্বে ৫৫,৮৭৩ জন।
এর মধ্যে ৪০ বছরের বেশি বয়সী যারা তাদের অগ্রিম প্রস্তুতি হিসেবে করোনার টিকা নিতে হবে।
এছাড়া টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, এজেন্সির নাম উল্লেখ থাকবে।
স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে এ মাসের মধ্যে টিকার প্রথম ডোজ এবং মে’র মধ্যে দ্বিতীয় ডোজ নিতে দরকারি ব্যবস্থার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ধর্ম মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।
হজে যেতে হলে করোনার ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক করে সৌদি সরকারের স্বাস্থ্য মলালয় গেজেট প্রকাশ করেছে।