ব্রহ্মপুত্রে বরযাত্রীবাহী নৌকা উল্টে প্রাণ গেল গৃহবধূর

ব্রহ্মপুত্রে বরযাত্রীবাহী নৌকা উল্টে প্রাণ গেল গৃহবধূর
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে বরযাত্রীবাহী নৌকা উল্টে ফাতেমা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (২১ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বাজারের পাশে ব্রহ্মপুত্র নদে অপর একটি নৌকার সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কুটিপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের স্ত্রী।

জানা যায়, বরযাত্রীবাহী নৌকাটি সদর উপজেলার কুঠিপাড়া থেকে বাদিয়ারা যাচ্ছিল। নৌকাটি কামারজানি বাজার এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা অপর একটি ফাঁকা নৌকার সঙ্গে সংঘর্ষ হয়।

এতে বরযাত্রীবাহী নৌকাটি উল্টে সবাই পানিতে পড়ে যান। এ ঘটনায় গৃহবধূ ফাতেমা বেগম ও শিশু শিপন মিয়া গুরুতর আহত হয়।

তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ফাতেমা বেগমকে মৃত্যু ঘোষণা করেন। শিশু শিপনকে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান জানান, ব্রহ্মপুত্র নদে বরযাত্রীবাহী নৌকা উল্টে এক নারী নিহতের খবর পেয়েছি। এ ঘটনায় গুরুতর আহত এক শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা