মাস্তুল ফাউন্ডেশনের সঙ্গে তার যুক্ত হওয়ার খবরটি তারা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে। এই ফাউন্ডেশনের মূল কাজ সমাজের সুবিধা বঞ্চিতদের সাহায্যে এগিয়ে আসা। এটির সঙ্গে উপদেষ্টা হিসেবে যুক্ত থাকবেন সাকিব।
তার যুক্ত হওয়ার খবরটি জানিয়ে মাস্তুল ফাউন্ডেশন লিখেছে, ‘আনন্দের সহিত জানাচ্ছি, বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার এবং বিশ্বজুড়ে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে, মাস্তুল ফাউন্ডেশনের সন্মানিত উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা সম্মানিত ও আনন্দিত।’
সাকিব আল ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলেও জানায় তারা, ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন ও মাস্তুল ফাউন্ডেশন পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা, তত্ত্বাবধান ও বাস্তবায়নে কাজ করবে। যার লক্ষ্য ও উদ্দেশ্য একমাত্র সমাজের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া মানুষগুলোর সেবা দেওয়া।’
সাকিবকে ধন্যবাদ জানিয়ে মাস্তুল ফাউন্ডেশন লিখেছে, ‘আমরা মাস্তুল ফাউন্ডেশন থেকে সাকিব আল হাসানকে ধন্যবাদ ও আন্তরিক ভাবে শ্রদ্ধা জানাই করোনা মহামারির শুরু থেকেই তিনি আমাদের পাশে দাঁড়িয়ে অসহায় মানুষের সেবা ও মৃত ব্যাক্তিদের দাফন কাজে সহযোগিতা করেছেন।’